গত ৩ ফেব্রুয়ারি এসএসসির দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় আগের দিনের মতো মহাসমারোহে প্রশ্ন ফাঁস উৎসব উদযাপন হয়েছে। তবে ভেজাল যেভাবে সবকিছুতে ঢুকে যায়, এই প্রশ্নফাঁসেও ঢুকে গেছে ভেজাল। প্রশ্ন ফাঁসকারীরা প্রতারণা করেই চলছে বলে অভিযোগ করেছে এবারের কোমলমতি ছেলেমেয়েরা।
ঐদিনের পরীক্ষার পর সময় নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রতারণার নির্মম 'শিকার' এক পরীক্ষার্থী প্রশ্ন ফাঁসকারীদের মুখোশ উন্মোচন করে দেয়। সে জানায় যে, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার প্রশ্ন সে পেয়েছিল, কিন্তু কী অদ্ভুত, উত্তরে মাত্র ৭-৮ টা মিলেছে। বাকি সব প্রশ্ন ভুল ছিল! ফাঁসকৃত প্রশ্নেও ভুল পেয়ে স্তম্ভিত এ শিক্ষার্থী প্রায় কাঁদতে কাঁদতে বলে 'তো, এটার জন্য তো সবাই হ্যারাস হইতাছে।' দেখে নিন ভিডিওতে-
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন