বৈজ্ঞানিকভাবে 'মানুষ বানর থেকে বিবর্তিত হয়েছে' এমন কোন কথা চার্লস ডারউইন কখনো না বলে থাকলেও, এই 'অলীক থিওরি' দিয়েই ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইনের সঙ্গে আমাদের প্রায় সবার পরিচয়। প্রায় দুই শতাব্দী আগে জাহাজে দীর্ঘ সমুদ্র সফরে বেরিয়ে ডারউইন আবিষ্কার করেছিলেন পৃথিবীর সকল জীব সত্যিতে একই পূর্বপুরুষ থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে উদ্ভূত হয়েছে। এ আবিষ্কার নিয়ে সেই উনিশ শতক থেকেই আলোচনা-সমালোচনা, গালাগালি, কাদা ছোড়াছুড়ি চলছেই। তবে বিজ্ঞান ও দর্শনের প্রায় সব শাখাতেই অনেকদিন ধরেই ডারউইনের বিবর্তনবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা হয়ে থাকে গত কয়েক শতাব্দীতে এটিই সবচাইতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার। এমনকি নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র কিংবা আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির চাইতেও। বিবর্তন নিয়ে সারা দুনিয়ায় eআরকিও কম হয়নি কিন্তু। ইভ্যুলুশন থিওরির উপর ভিত্তি করে আঁকা চমৎকার কিছু কার্টুন আজ থাকছে eআরকির পাঠকদের জন্য।
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭
#৮
#৯
#১০
#১১
#১২
#১৩
#১৪
#১৫
#১৬
#১৭
#১৮
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন